সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ : টেকনাফে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন হাইব্রিড শীতকালীন বীজ, সার এবং আর্থিক সহায়তা বিতরণের শুভ উদ্বোধন ও জাতীয় ইদুর দমন অভিযান উপলক্ষ্যে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী।
সঞালনা করেন টেকনাফ উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন এলজিইডি উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান।
এ সময় অসহায় ও গরীব ১০০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন বীজ, সার এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বেশী ইদুর দমনে ভূমিকা রাখায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলমকে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।