টেকনাফে ওয়াশ প্রোগ্রামের অবহিতকরণ সভা

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ : টেকনাফে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কর্তৃক জিওবি ইউনিসেফ ওয়াশ প্রোগ্রামের আওতায় “Implementation of Climate Resilient WASH in Cox’s Bazar district” নামক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ। উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবু নোমান মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইউনুস আলী, ইউনিসেফ কক্সবাজারের প্রতিনিধি সাজেদা বেগম, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের হেড অব প্রোগ্রাম অপারেশন মো: তরিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আফজাল হোসেন। এছাড়াও অন্যান্য এনজিও-র প্রতিনিধিগণ, টেকনাফের বিভিন্ন ইউনিয়নের স্কুল শিক্ষক-শিক্ষিকা এবং মসজিদের ইমামগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অবহিতকরণ সভাটি আয়োজনের মূল উদ্দেশ্য হলো – প্রকল্পটির কাজের ধরণ, লক্ষ্যিত এলাকা, লক্ষ্যিত সুবিধাভোগী এবং সর্বোপরি প্রকল্পটি বাস্তবায়নের উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করা।

প্রধান অতিথি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, টেকনাফ উপজেলায় নিরাপদ পানির সংকট নিরসনে সংঘবদ্ধ চেষ্টা করা হচ্ছে। আশা করি ২০২৫ সালের মধ্যে টেকনাফ পৌরসভার মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে সক্ষম হব।