হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ : টেকনাফে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ কেজি ১ শত ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪ হাজার ৭শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, ১১ নভেম্বর ভোররাতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন ২-এর সদস্যরা হ্নীলা চৌধুরীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে সন্দেহভাজন একজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে নাফ নদী দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা ওই ফেলে যাওয়া ব্যাগ থেকে ২ কেজি ১ শত ২৫ গ্রাম আইস উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে ১১ নভেম্বর সকালে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে একটি বাস তল্লাশি করার সময় একটি সন্দেহজনক মহিলা যাত্রীর আচরণ লক্ষ্য করেন বিজিবি সদস্যরা। তার হাতে থাকা নাস্তার ব্যাগটি খুলে দেখে সেখানে অভিনব পদ্ধতিতে লুকানো ছিল ৪ হাজার ৭শ ৪০ পিস ইয়াবা। মহিলা নিজেই মাদকের বিষয়টি স্বীকার করেন। আটককৃত মহিলা টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মৃত তৈয়ম গোলালের মেয়ে রায়লা বেগম (৫৫)। উভয় অভিযানে উদ্ধার করা মাদকের মুল্য প্রায় ১১ কোটি টাকা। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ##