অ্যান্ড্রয়েডে জিমেলের ট্রেন্ডিং ফিচার পাবেন যেভাবে

টেক-নিউজ : ২০১৮ সালের মে মাসেই জি মেইল পরিষেবা আপডেট করেছিল গুগল। সে সময় বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসা হয়েছিল। অবশ্য সে সব ফিচার শুধুমাত্র ডেস্কটপ সংস্করণের জন্যই কার্যকর ছিল।

তবে গুগলের সাম্প্রতিকতম ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল৩ তে গ্রাহকরা জি মেইল-এর এই নতুন ফিচারাগুলি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি। এই মুহূর্তে শুধুমাত্র নতুন পিক্সেল স্মার্টফোনের জন্য ফিচারগুলি পাওয়া গেলেও, কয়েক দিনের মধ্যেই আরও দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে তা নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সফটওয়ার ডেভলপাররা।

জানা যাচ্ছে, যে কোনও রুট অ্যান্ড্রয়েড ফোনে গুগলের এই আপডেটেড ফিচারগুলি পাওয়া যাবে। এই তালিকায় রয়েছে ওয়ান প্লাস ৬,ওয়ান প্লাস ৬টি, এবং গুগল পিক্সেলের বাকি সব ফোনগুলিতেও। তবে গুগল যে নিজের ফোনেই যাবতীয় ফিচার আগে দেবে, সে বিষয়ে গ্রাহকেরা খানিকটা আন্দাজ করতেই পারেন। তবে বাকি অ্যান্ড্রয়েড ফোন গুলিতেও জিমেলের ট্রেন্ডিং সুবিধা গুলি পেতে হলে ভবিষ্যতে ডাউনলোড করতে হবে এমআইএক্সপ্লোয়ার, যা একটা root-enabled file browser app। এই অ্যাপটি প্রথমবার ডাউনলোড করার সময় শুরুতেই ক্লিক করতে হবে ‘রুট ’ অপশনে। উল্লেখ্য, ইন্টারনাল স্টোরেজের মধ্যেই এই অপশনটি খুঁজে পাওয়া যাবে।