স্মার্ট চিপসেট আনল স্যামসাং

টেক-নিউজ : গাড়িকে আরও স্মার্ট করে তুলতে নতুন দুটি চিপসেট বাজারে আনলো স্যামসাং।

স্যামসাং এক্সনোস অটো এবং স্যামসাং আইএসও সেল অটো নামের দুটি চিপসেট উন্মোচন করা হয়েছে। রাস্তায় গাড়িকে লেটেস্ট টেকনোলজির মাধ্যমে আরও সুরক্ষিতভাবে চলতে সাহায্য করবে এই দুটি চিপসেট।

নতুন স্যামসাং এক্সনোস অটো চিপসেট ব্যবহার করে আরও উন্নত হবে গাড়ির ভিতরে ইনফোটেনমেন্ট সিস্টেম, ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, টেলিম্যাটিক্স। অন্যদিকে স্যামসাং আইএসও সেল অটো চিপসেট শুধুমাত্র উন্নত অনফোটেনমেন্ট সিটেম আর টেলিম্যাটিক্স উন্নতিতে কাজে লাগবে।

চিপ দুটি দিয়ে স্যামসাং জানায়, চিপসেট দুটি ইতিমধ্যেই বাজারে সফল কোম্পানির টেকনোলজি আধুনিক গাড়িতে ব্যবহারের সাহায্য করবে। দ্রুত প্রসেসিং আর টেলিকমিউনিকেশানের মাধ্যমে গ্রাহকের গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলবে এই দুটি চিপসেট।

তিনটি আলাদা বিভাগে বাজারে এসেছে স্যামসাং এক্সিনোস অটো চিপসেট। উন্নত গাড়ির জন্য তৈরি হয়েছে এক্সিনোস অটো ভি সিরিজ। এক্সিনোস অটো এ সিরিজ আর এক্সিনোস অটো টি সিরিজ ব্যবহার হয়েছে যথাক্রমে এডিএস আর টেলিম্যাটিক্স সলিউশনে।

আইএসও সেল চিপসেট তৈরি হয়েছে কোম্পানির পিক্সেল আইসোলেশন টেকনোলজি ব্যবহার করে। কম আলোতে এই প্রযুক্তির মাধ্যমে রাস্তায় পরিষ্কার দেখা যাবে।