জানা যায়, ৪০ দিন আগে আজ্ঞাপুর দক্ষিণপাড়া শাহী মসজিদের মুসল্লিরা ঘোষণা দিয়েছিলেন ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে বাইসাইকেলসহ অন্যান্য পুরস্কার দেওয়া হবে।
শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।
পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠানে মসজিদের সেক্রেটারি ও জনতা ব্যাংকের বুড়িচং শাখার কর্মকর্তা আবু হেনা মো.আশ্রাফুজ্জামানের সভাপতিত্বে ও সমাজ সেবক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মসজিদের খতিব আবু নছর মো. ফখরুল ইসলাম, মসজিদ কমিটির সদস্য মো. নজির আহম্মদ, সদস্য আলহাজ্ব মো. আমজাদ ডিলার,সদস্য মফিজুল ইসলাম, সদস্য মঈন উদ্দিন, সমাজ সেবক মো. ফজলুল হক, আব্দুল্লাহ আল মামুন, আবুল খায়ের মো. রোমন।