মেধা তালিকায় স্থান পেল লেদার হাফেজ আবদুল্লাহ

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :> সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়ে মাদ্রাসা, মা-বাবা, ভাই-বোন, আতœীয়-স্বজনসহ পুরো এলাকার মুখ উজ্জল করেছে লেদার হাফেজ মো. আবদুল্লাহ। শুধু তাই নয়, ইতিপুর্বেও বিভিন্ন পরিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতা দেখিয়ে আসলেও এবারে সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে।
মেধাবী শিক্ষার্থী হাফেজ মো. আবদুল্লাহ টেকনাফের লেদা টাওয়ার স্টেশনের সাদেক স্টোরের স্বত্বাধিকারী জাহাঙ্গীর সওদাগরের পুত্র। সে লেদা ইবনে আব্বাস (রা.) আল-ইসলামিয়ার জমাতে হাপ্তমের ছাত্র। রমজানের আগে শা’বান মাসে অনুষ্টিত রাবেতাতুল মাদারিস কেন্দ্রীয় পরিক্ষায় সে অংশগ্রহণ করেছিল। তার রেজি. নম্বর-৪৯। ৯ মার্চ উক্ত পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৬টি বিষয়ে মোট ৬০০ নম্বরের মধ্যে সে ৫২১ নম্বর পেয়ে সম্মিলিত মেধা তালিকায় ১৪তম স্থান অধিকার করেছে।
এই ঈর্ষণীয় ফলাফলে গর্বিত মা-বাবা মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বাঙ্গীন সফলতা কামনায় সর্বমহলের দুয়া কামনা করেছেন। ##