হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :> উখিয়ায় রাতের আঁধারে গাছ কাটতে গিয়ে ২ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ আওতাধীন থাইংখালী বিটে সংরক্ষিত বনভূমির বাগানে অবৈধভাবে গাছ কাটার সময় দুজন রোহিঙ্গাকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার ২৮ ফেব্রæয়ারী গভীর রাতে থাইংখালী বিট কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন ক্যাম্প-১৬ এর হাফেজ আহমদের ছেলে মোহাম্মদ আলম (২৫) ও ক্যাম্প-৪ এর হোছন আহমদের ছেলে আলম (২৪)।
থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, উখিয়া রেঞ্জ কর্মকর্তার (এসিএফ) নির্দেশে থাইংখালী বিটের সংরক্ষিত বনভূমি হতে রাতের আঁধারে গাছ কাটার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মুল অপরাধীকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ##