টেকনাফ হাতিয়ারঘোনা মাহমুদিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষা ভবনের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ : টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা মাহমুদিয়া বালিকা দাখিল মাদ্রাসার বহুতল বিশিষ্ট ভবনের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৮ ফেব্রæয়ারী বাদে জুমা খতমে কুরআন, দোয়া ও অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন লেঙ্গুরবিল জামিয়া এমদাদিয়া বড় মাদ্রাসার প্রধান মুফতী আল্লামা মোহাম্মদ ছিদ্দীক।
লম্বরী আশ্রাফুল উলুম মাদ্রাসার মুহতমিম আল্লামা আবদুল হক, বাঁশখালী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মো. ইসমাঈল (প্রকাশ বাঁশখালী হুজুর), বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হামিদ হোছাইন, সহ-সভাপতি ও টেকনাফ তানযীমুল আফনান মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক সাইফুল ইসলাম সাইফী, মুফতী জাফর, পরিচালক হাফেজ মাও. জামাল হোছাইন, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।
পরিচালক হাফেজ মাও. জামাল হোছাইন (০১৮১৯০৯৭৯১০) জানান, ৫ তলা বিশিষ্ট শিক্ষা ভবনের ভিত্তি উদ্বোধনের মাধ্যমে মাহমুদিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বহুধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বিশাল এই কাজ সম্পন্ন করতে প্রায় ৫ কোটি টাকার প্রয়োজন। আন্তরিক দুয়ার পাশাপাশি দ্বীনি মহতী সদকায়ে জারিয়ার এই কাজে ধনাঢ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদের আর্থিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।