বান্দরবান প্রতিনিধি :> মিয়ানমার হাট থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পার হয়ে ইয়াবা ট্যাবলেট আনতে যাওয়ার পথে ল্যান্ডমাইন বিষ্ফোরণে ১ কিশোর আহত হয়েছে। তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয় ও ডান হাতে আঘাত পান। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ফুলতলী ৪৮নং সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আহত কিশোরের নাম সিরাজুল ইসলাম প্রকাশ ধলা পুতিয়া (১৪)। সে সীমান্তের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুরাপাড়ার (মলাবিল) নুরুল ইসলামের ছেলে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে একজনের আহত হওয়ার খবর শুনেছি। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছেন।
এ প্রসঙ্গে বিজিবির এক কর্মকর্তা জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এসব কাজে জড়িত। ইদানিং চোরাকারবারিরা প্রতিটি এলাকায় সিন্ডিকেট মজবুত করেছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সূত্রে জানা যায়, বিজিবির তৎপরতায় চোরাকারবারিরা প্রধান রুট ব্যবহার করতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প পথ বেছে নিচ্ছে, সেখানে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছে।