টেকনাফে আন্দোলনের মামলায় ইউপি চেয়ারম্যান খোকন গ্রেপ্তার

আবদুস সালাম, টেকনাফ :> টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ শামলাপুরের নিজ বাড়ি তাকে গ্রেফতার করেন।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় এই তথ্য নিশ্চিত করে জানান, চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জুলাই-আগস্ট আন্দোলনে টেকনাফের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা একটি মামলা এজাহারভুক্ত আসামী। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে পরোয়ানামূলে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দুর্নীতি মামলার আসামীও তিনি।
বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের অভিযোগ, মামলা দায়েরের পরও পুলিশ চেয়ারম্যান খোকনকে এতদিন গ্রেফতার করেনি। স্থানীয় কিছু বিএনপির লোকজনও তাকে আশ্রয় দিয়েছে। তাই তিনি প্রকাশ্যে ঘুরেছেন। অবশেষে গ্রেফতার করায় সন্তুষ্ট হয়েছেন শিক্ষার্থীরা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ‘চেয়ারম্যান আমজাদ হোসেনকে খোকনে গ্রেফতারে আমরা কয়েক দফা অভিযান চালিয়েছি। কিন্তু তিনি সরে পড়ায় সম্ভব হয়নি। অবশেষে হাতেনাতে পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে’। ##