হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :> টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল। এসময় একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারী হলেন টেকনাফের গোদারবিল এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে আবুল কালাম (৪৬)।
র্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ১ ফেব্রæয়ারি ভোররাতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আবুল কালাম নামে মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরে বিধি মোতাবেক তাকে তল্লাশী করে তার হেফাজতে থাকা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তাছাড়া সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা টেকনাফ ও সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ পূর্বক কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে। ##