টেকনাফ ফারিয়ার বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫ সম্পন্ন

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া টেকনাফ শাখার উদ্যোগে সংগঠন এর সদস্যদের পারিবারিক মিলনমেলা ” ফ্যামিলি ডে ” উৎযাপিত হলো ৩১ জানুয়ারি শুক্রবার টেকনাফ টুরিজম পার্ক ” আলো বীচ রিসোর্ট ” পিকনিক স্পটে ।
শতাধিক প্রতিনিধিদের পরিবার পরিজন নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে বিভিন্ন ইভেন্ট সম্পন্ন করা হল।  টেকনাফ ফারিয়ার সভাপতি মিরাস উদ্দিন এর উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ ফারিয়ার সভাপতি  ও মানবিক সংগঠন মারোত এর প্রতিষ্টাতা সভাপতি আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ফারিয়া সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনসার উদ্দিন ।
সাধারণ সম্পাদক সরোয়ার কামাল  এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্যামিলি ডে অনুষ্ঠানে  টেকনাফ ফারিয়ার প্রধান উপদেষ্টা নুরুল কবির, উপদেষ্টা ও সাবেক সভাপতি জামাল হোসাইন, উপদেষ্টা ও পিকনিক প্রধান নুরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক ইউছুফ উদ্দিন রানা, ক্রীড়া  সম্পাদক ওমর ফারুক শরীফ,শাহীন কাদের  , মোহাম্মদ গোলাম মুস্তফা, সদস্য এরশাদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন ।
অন্যদিকে ক্রীড়া সম্পাদক  মাঠ থেকে বাশিতে ফু দিয়ে বাচ্চাদের মাঠে ডাকেন। শুরু হয় বাচ্চাদের কবিতা ও ছড়া আবৃতি। এতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা স্বতস্ফুর্ত ভাবে অংশ নিয়ে খেলার মাঠকে প্রানবন্ত করে তোলে। পরপরই শুরু হয় পুরুষদের ক্রিকেট, ফুটবল, মোটরসাইকেল রেস, ফুটবল জাম্প, ও মহিলাদের হাড়িভাংগা,  বালিশ খেলা। সকলের অংশগ্রহনে জমে উঠে খেলাধুলা পর্বটি। এই পর্ব পরিচালনায় আরও যারা সহযোগিতা করেছেন অতিথি মোহাম্মদ ইস্রাফিল মিঞা  ও সাইফুল হাকিম। পরে র‍্যফল ড্র অনুষ্ঠান ও সন্ধ্যায় পুরস্কার বিতরণ এ-র মধ্যে দিয়ে দিনের কর্মসূচী সমাপ্তি হয়  । আগামী ফ্যামিলি ডে ২৬ এর আগাম নিমন্ত্রনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় টেকনাফ ফারিয়ার বিগত বছরের মধ্যে সবচেয়ে আকর্ষনীয় এবং প্রানবন্ত ফ্যামিলি ডে ।