টেকনাফে ১৭৯ ভরি স্বর্ণালংকার ও বাংলাদেশী নগদ চার লক্ষাধিক টাকাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেপ্তার

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :> টেকনাফে ১৭৯ ভরি স্বর্ণালংকার ও চার লক্ষাধিক বাংলাদেশী নগদ টাকাসহ মায়ানমারের নাগরিক দুইজন রোহিঙ্গা নারী গ্রেপ্তার করেছে বিজিবি। আটক দুই নারী হলেন মায়ানমারের মংডু এলাকার শফিক আহমদের মেয়ে মোছাম্মৎ খালেদা (৪৫) এবং একই এলাকার মো. ইয়াসিনের মেয়ে মোছাম্মৎ মারুয়া (১৬)।
টেকনাফ ব্যাটালিয়ান-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান জানান, মায়ানমারের কিছু নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারী মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত ভবনে অবস্থানরত মায়ানমারের ২ জন নাগরিকের (মহিলা) কাছ থেকে বেআইনি ভাবে দুটি পোটলায় রক্ষিত ১৭৯ ভরি ৪.৩ রতি স্বর্ণালংকার (২১ ক্যারেট-৬৬ ভরি ২ আনা ১ রতি, ২২ ক্যারেট-১০৪ ভরি ৬ আনা ৫.৩ রতি এবং ২৪ ক্যারেট-৮ ভরি ৭ আনা ৪ রতি) এবং বাংলাদেশী নগদ ৪ লক্ষ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নগদ বাংলাদেশী টাকা ও স্বর্ণালংকারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ##