টেকনাফে মেছো বাঘের ৫টি শাবক উদ্ধার

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :> টেকনাফে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মগপাড়া গ্রাম হতে  মেছো বাঘের ৫টি শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় বাঘগুলো একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভীড় করেন।
জানা যায়, রবিবার ২৬ জানুয়ারী সকাল ৯টার দিকে মগপাড়া গ্রামের নজির আহমদ মেম্বারের বসত বাড়ির আঙ্গিনায় স্থানীয়রা মেছো বাঘের ৫টি শাবক বসে থাকতে দেখতে পায়। পরে বাড়ির মালিক উপকূলীয় বন বিভাগকে ঘটনাটি অবহিত করেন। বনকর্মীরা উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত হয়ে উর্ধতন কর্মকর্তাদেরকে অবগত করে ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের শাবকগুলো উদ্ধার করে টেকনাফ উপকূলীয় রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের ছানাগুলো নিয়ে আসেন। বনাঞ্চলবিহীন সাবরাং এলাকায় শাবকগুলো কিভাবে গেল তা জানা যায়নি। মেছো বাঘের শাবক ৫টি উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে’। ##