হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :> টেকনাফ থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্ততিকালে টেকনাফে পাহাড়ে অবস্থানরত ১৭ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের মধ্যে আটজন বাংলাদেশি ও আটজন রোহিঙ্গা। আর একজন মানব পাচাকারী দালাল। আটক মানবপাচাকারী হলেন টেকনাফের বাহারছড়া মধ্যম কচ্ছপিয়া গ্রামের মো. গফুরের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।
নৌবাহিনীর সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) গোপন সংবাদ আসে বাহারছড়ার মধ্যম কচ্ছপিয়া গহীন পাহাড়ে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে আটকে রাখা হয়েছে। এ তথ্য পেয়ে টেকনাফ নৌবাহিনীর একটি দল মানব পাচার চক্রের মূলতোহা কেফায়াত উল্লাহকে আটকের চেষ্টা করে। তবে কেফায়েত উল্লাহ পাহাড়ের দিকে পালিয়ে যান। এরপর তাকে ধাওয়া করে ধরতে গেলে পাহাড়ের বিভিন্ন ঢালে মালয়েশিয়াগামী ভিকটিমদের পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘নৌবাহিনীর একটি দল সাগর পথে মালয়েশিয়াগামী বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা নারী-শিশুসহ এক পাচারকারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনী কার্যক্রম গ্রহণ করা হয়েছে’।
উল্লেখ্য, আগের দিন ২৪ জানুয়ারী টেকনাফ মডেল থানা পুলিশ একই এলাকা থেকে অভিযান চালিয়ে মালয়েশিয়া পাচারের জন্য বিভিন্ন স্থান থেকে আনা ১৫ জন ভিকটিম উদ্ধার এবং ২ জন দালালকে আটক করেছিল। ##