টেকনাফ রঙ্গীখালীর মাও. আবুল কালামের ইন্তেকাল, দুপুর ২টায় জানাজা

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ : টেকনাফ উপজেলার বর্ষিয়ান আলেম, হাজারো উস্তাদের উস্তাদ আলহাজ্ব মাওলানা ক্বারী আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি….রাজিউন। তিনি হ্নীলা লেদা ইবনে আব্বাস মাদ্রাসার ছদরে মুহতামিম ও রঙ্গীখালী লামারপাড়া নিবাসী। সকলের কাছে তিনি ‘নয়া মৌলভী সাহেব হুজুর’ নামে পরিচিত ছিলেন।
হুজুরের শেষ কর্মস্থল লেদা ইবনে আব্বাস (রা.) আল-ইসলামিয়া মাদ্রাসা ও পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি সুস্থ অবস্থায় মাদ্রাসা থেকে কক্সবাজার ইসলামী মহাসম্মেলনে যোগদান করেন। এরপর শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দিনগত মধ্যরাত সোয়া একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। হুজুরের জানাযা আজ শনিবার ২৫ জানুয়ারী দুপুর ২টায় টেকনাফের হ্নীলা রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। ##