হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :> রাবেতাতুল মদারিস আল-ইসলামিয়া কক্সবাজার আঞ্চলিক বোর্ডের অধীনে কেন্দ্রীয় মরকযী পরিক্ষায় এবারে দুই জমাতের ৫০৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে জমাতে হাপ্তুমের ১৮১ জন এবং জমাতে নহুমের ৩২৪ জন। পরিক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্টানের সংখ্যা ৩১টি। তম্মধ্যে উভয় জমাতে অংশগ্রহণকারী প্রতিষ্টান ১৮টি এবং শুধু নহুম জমাতে অংশগ্রহণকারী মাদ্রাসা ১৩টি।
বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক মাও. নজিরুল ইসলাম। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন সমস্যা এড়াতে বিগত বছরের ন্যায় এবারেও প্রতিদিন পরিক্ষা শুরুর আগে ফজর নামাজের পর যেদিন যে বিষয়ে পরিক্ষা সেদিনই সে বিষয়ের প্রশ্নপত্র তৈরী করা হবে। আগেভাগে কোন বিষয়েরই প্রশ্নপত্র তৈরী করা হবেনা। তাছাড়া বোর্ড সভার সর্বসম্মত সিদ্ধান্ত মতে টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়া (প্রকাশ টেকনাফ মাদ্রাসা) একটি কেন্দ্রে একই কতৃপক্ষের তত্বাবধানে দক্ষ সহযোগিদের সহায়তায় সুষ্ট ও নিরপেক্ষভাবে পরিক্ষা অনুষ্টিত হবে। ইতোমধ্যেই যাবতীয় প্রস্ততি গ্রহণ করা হয়েছে। আগামী ১ ফেব্রæয়ারী মোতাবেক ১ শা’বান শনিবার থেকে এ পরিক্ষা শুরু হবে।
সার্বিকভাবে সুন্দর, সুষ্ট, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে যাতে পরিক্ষা সম্পন্ন সেজন্য বোর্ড চেয়ারম্যান আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব, বহু গ্রন্থ প্রণেতা, একাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্টাতা ও পরিচালক (মুহতমিম), একাধিক দৈনিক ও সাময়িকীর সম্পাদক আল্লামা মুফতী কিফায়তুল্লাহ শফীক্ব সর্বমহলের আন্তরিক দু’য়া এবং সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে অনুষ্টিত হয়ে আসছে এ পরিক্ষা। প্রতিযোগিতামুলক এ পরিক্ষার জন্য ক্বওমী মাদ্রাসা সমুহে শিক্ষার্থীদের মাঝে আলাদা একটা আকর্ষন পরিলক্ষিত হয়। লেখাপড়ার প্রতি মনোযোগ বৃদ্ধিসহ দক্ষতা অর্জনে এ পরিক্ষা সহায়ক ভুমিকা পালন করছে। ##