মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি মংডু টাউনশিপ নিয়ন্ত্রণে নেওয়ার পর রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে চলছে তুমুল যুদ্ধ। এ অঞ্চলটি থেকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ হারালে নিরাপত্তাঝুঁকিতে পড়বে ৫ লাখ রোহিঙ্গা। আরাকান আর্মির সঙ্গে বিরোধের কারণে ওখান বসবাস করা রোহিঙ্গাদের ঠেলে দেওয়া হতে পারে বাংলাদেশে। এ ছাড়া মার্চ-এপ্রিলে রাখাইনে দুর্ভিক্ষের শঙ্কাও করছে জাতিসংঘ।
রাখাইনের পশ্চিমাঞ্চলে দুপক্ষে চলমান রয়েছে যুদ্ধ। মিয়ানমার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এলাকাটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেলে চরম বিপাকে পড়বে পাঁচ লাখ রোহিঙ্গা।
এদিকে জাতিসংঘ আশঙ্কা করছে, আগামী বছরের শুরুতে মিয়ানমারের রাখাইনে দেখা দিতে পারে চরম দুর্ভিক্ষ। সম্প্রতি ইউএনডিপির এক প্রতিবেদনে বলা হয়েছে- রাখাইনে বীজ ও সার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি না বদলালে মার্চ-এপ্রিল নাগাদ, চাহিদার তুলনায় উৎপাদন ৮০ শতাংশ কম হতে পারে। এতে ২০ লাখের বেশি মানুষ অনাহারে ভুগতে পারে।
উখিয়ার পাংলাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ গফুর চৌধুরী জানান, সুযোগে পেলেই দালালের মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেল আহমেদ নোবেল বলেন, যে কোনো অপরাধ দমনে বিজিবি সব সময় সতর্ক রয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে ১৯৭৮ সালে। দ্বিতীয় দফায় অনুপ্রবেশ ঘটে ১৯৯১-৯২ সালে। তৃতীয় দফা প্রবেশ করে ২০১৬ সালে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে ২০১৭ সালের আগস্টের ২৫ তারিখ থেকে। ওই সময় দুই মাসে সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রবেশ করে দেশে। তখন আগের রোহিঙ্গা এবং নতুন করে আসা রোহিঙ্গা মিলে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা দাঁড়ায় ১১ লক্ষাধিক। বিগত সাত বছরে নতুন করে জন্ম নিয়েছে আরও দেড় থেকে দুই লাখ রোহিঙ্গা শিশু। চলতি আগস্টের আগে-পরে নতুন করে ৫০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা সাড়ে ১৩ লক্ষাধিক।