সরকারি সেবার বিনিময়ে ঘুষ এবং চাঁদাবাজি বন্ধ করতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সহায়তা চেয়ে নাফ নদীর করিডোর খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় নেতারা। সোমবার দুপুরে নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় এ দাবি তোলেন তারা।
সভায় টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী বলেন, আমরা ছাত্রদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জন করেছি কিন্তু আগের মতোই সব সরকারি দপ্তরে দুর্নীতি ও ঘুষ বাণিজ্য রয়ে গেছে। একটুও কমেনি।
মতবিনিময় সভায় টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, বৈধ ব্যবসার দ্বার উন্মোচন করলে টেকনাফে অবৈধ ব্যবসা কমবে। তা না হলে কখনও টেকনাফ সীমান্তে অবৈধ ব্যবসা বন্ধ হবে না। টেকনাফে রোহিঙ্গাদের দখলে শ্রমবাজার। টেকনাফের জনগণ কোনো প্রকারে প্রাণে বেঁচে আছে। নাফ নদী ও করিডোর উন্মোচন করলে আমাদের অসহায় জনগণ দিনে দুই বেলা ভাত খেয়ে বাঁচবে।এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা শেখ এহসান উদ্দিন উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী, টেকনাফ উপজেলা কৃষি অফিসার জাকেরুল ইসলাম, টেকনাফ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় রুদ্র, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।