দমদমিয়া কুকুর দিয়ে তল্লাশিতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে ১৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ খান (১৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক মোহাম্মদ খান উখিয়ার ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বøক-২৯/জি-এর বাসিন্দা মো. হামিদ হোসেনের ছেলে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (১ ডিসেম্বর) ভোররাতে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশির জন্য থামানো হয়। টহলদলে ছিলেন বিজিবি সদস্যরা এবং তাদের সঙ্গে ছিল ক-৯ ইউনিটের ডগ মেঘলা (মহিলা ল্যাব্রাডর)। তল্লাশির সময় ডগ মেঘলা সিএনজির পেছনে থাকা এক যাত্রীর শরীর ঘ্রাণ নিয়ে সন্দেহজনক আচরণ করে। এরপর বিজিবি সদস্যরা ওই যাত্রীর প্যান্টের পকেট থেকে ১৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামির কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক আসামিকে জব্দকৃত ইয়াবা এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ##