টেকনাফে বিদেশী বিয়ারসহ আবদুল হামিদ গ্রেপ্তার

টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ ক্যান বিদেশী বিয়ারসহ আবদুল হামিদ (৩২) নামে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। ১ ডিসেম্বর গভীর রাতে টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কলেজ পাড়া সাকিনস্থ ফজল করিমের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে মাদক উদ্ধার ও আটক করা হয়। ধৃত আবদুল হামিদ টেকনাফ পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড পূর্ব ডেইল পাড়া (কলেজ পাড়া) ফজল করিমের পুত্র।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৬ নং ওয়ার্ড কলেজ পাড়া সাকিনস্থ ফজল করিমের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি ডান হাতে একটি কাগজের কার্টুনসহ দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় উক্ত ব্যক্তিকে ধৃত করেন। জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশ করে। উক্ত ব্যক্তির হাতে কাগজের কার্টনে রক্ষিত ২০টি বিয়ার জব্দ করা হয়। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার মামলা নং-০৮/৭০৪, তাং-২/১২/২০২৪ইং, ধারা- ৩৬ (১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ##