ভারতীয় দূতাবাস অভিমুখে লং মার্চের ডাক হেফাজতের

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার বলেছেন, ‘আমাদের সমস্যা চিহ্নিত করতে হবে। বাংলাদেশ নিয়ে চক্রান্ত করে যাচ্ছে ভারত। হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে পরামর্শ করে কর্মসূচি নির্ধারণ করেছি। আগামী সোমবার সকাল ১১টায় চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা করব।

‘ 

শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সামনে ইসকনকে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে জুমার নামাজের পর হাজার হাজার জনতা ও কর্মীদের নিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের মিছিল বের হয়।

তিনি আরো বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে, উপদেষ্টাসহ সমন্বয়কদের জানিয়ে দিব সেদিন ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করব। আমাদের প্রতিনিধিরা সেখানে স্মারকলিপি প্রদান করবে।

জমিয়াতুল ফালাহ ময়দানে আমরা জমায়েত হব। সেদিন শান্তি-শৃঙ্খলা বজায় রেখে যাত্রা করব।’ 

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা আলী উসমানে সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে চট্টগ্রামের শীর্ষস্থানীয় সমমনা দলগুলোর নেতাকর্মীরা বক্তব্য দেন।