এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় হচ্ছে। নির্বাচন কেন্দ্র করে অনেক দলই তাঁদের সঙ্গে যোগাযোগ করছে। সব দলই আগামী নির্বাচন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামীও নির্বাচন কেন্দ্র করে দল সংগঠিত করছে। সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। তখন পরিস্থিতি অনুযায়ী জামায়াত নির্বাচনি সিদ্ধান্ত নেবে।
মোর্চা গঠন করছে ইসলামী আন্দোলন : নির্বাচন সামনে রেখে একটি মোর্চা গঠন করতে চাইছে কয়েকটি ইসলামি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ মোর্চা গঠনের বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। দলগুলো নতুন রাজনৈতিক জোট করবে নাকি সমঝোতার ভিত্তিতে আলাদা থেকেই নির্বাচনে লড়বে, এ বিষয়টি এখনো স্পষ্ট নয়। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসসহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে। সূত্র জানান, দলগুলোর মধ্যে সমঝোতা হলে একক প্ল্যাটফরম থেকেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এ দলগুলো। আপাতত জামায়াতে ইসলামীর বাইরে যেসব ইসলামী দল রয়েছে তাদের নিয়ে মোর্চা করার চিন্তা আছে। পরিস্থিতির আলোকে এ চিন্তা বদলাতেও পারে। খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ‘আমাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বৈঠক করেছে। মূলত ইসলামপন্থি দলগুলোর একটা ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আলেম-ওলামাদেরও এক প্ল্যাটফরমে এনে নির্বাচনে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা এবং যোগাযোগ অব্যাহত আছে। ’
একত্র হচ্ছে বাম দলগুলো : বাম দল ও জোটগুলো এক ছাতার নিচে আসছে। নানান দাবিদাওয়া আদায়ে এক প্ল্যাটফরম থেকে দাবি জানাচ্ছেন এসব দলের নেতারা। একই ইস্যুতে একসঙ্গে যাঁরা দাবি জানিয়ে আসছেন তাঁরা হলেন গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। এ ছাড়া গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী; ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব)-এর আহ্বায়ক সন্তোষ গুপ্ত, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান। দলগুলোর নেতারা বলছেন, আগামী নির্বাচন ঘিরে বাম দলগুলো একত্র হচ্ছে।