টেকনাফ প্রতিনিধি : টেকনাফ পৌরসভার আওতাধীন পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডে জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে সমাধান করার উদ্যোগ নিতে অভিভাবক, শিক্ষার্থী সহ সর্বশ্রেণীপেশার লোকদেরকে নিয়ে, সাংবাদিক মামুনের আয়োজনে, নারী নেত্রী কুলসুমা বেগমের সার্বিক সহযোগিতায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ নভেম্বর’২৪ ইংরেজী বিকেল ৩ টায় সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুসের বাড়ী সংলগ্ন মোঃ জিয়াবুলের বাড়ীর উঠানে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। জরুরী সভায় অভাবের কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারা শিক্ষার্থীদের সহযোগিতায় পড়াশোনা চলমান রাখতে কিভাবে এগিয়ে আসা যায়, ড্রেনে ময়লা ভর্তি হওয়ায় পরিস্কার করার উদ্যোগ নেওয়া, অন্ধকার জায়গায় নতুন সোলার লাইট স্থাপন করা ও নষ্ট হয়ে যাওয়া সোলার লাইট পরিবর্তনের ব্যবস্থা করা, অকেজো লাইট মেরামত করা, চুরি কিভাবে রোধ করা যায়, জরুরী ভিত্তিতে তীব্র পানির অভাব মোচন করা, নারী নির্যাতন বন্ধ করা, সকল নাগরিক অধিকার কিভাবে নিশ্চিত করা যায়, সকল সরকারী সেবা কিভাবে পাওয়া যাবে সেগুলো সহ আরও বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহ তাআলা তওফিক দিলে দ্রুত সমাধান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও আগামী মিটিংয়ে আজকের আলোচনায় আসা সমস্যা থেকে সমাধান হওয়া কার্যক্রমগুলো সকলের সামনে উপস্থাপন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে এলাকার কয়েকটি সমস্যা সরেজমিনে পরিদর্শন করা হয়। বিজয় টিভির টেকনাফ প্রতিনিধি ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল লতিফ সর্দার। এছাড়াও সভায় নারী নেত্রী কুলসুমা বেগম, সিপিপিতে কর্মরত নুরুল আলম সহ এলাকার অনেকে স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করে তাদের সমস্যা সকলের সামনে তুলে ধরে দ্রুত সমাধান চান। আগত অংশগ্রহণকারীরা বলেন, সমস্যা ছাড়া ত মানুষ নেই। আপনি আমাদের সমস্যাগুলো নোট করেছেন তাই আমাদের সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করুন। কিছু করতে না পারলেও অন্তত আপনাদের জন্য মন খোলে আল্লাহর কাছে দোয়া করব। আর এলাকার সেবায় আপনাদের যখন দরকার হয় তখন আমাদেরকে ডাক দিবেন আমরা আপনার ডাকে চলে আসব ইনশাহআল্লাহ। বিজয় টিভির টেকনাফ প্রতিনিধি সাংবাদিক মামুন বলেন, নিজ এলাকা পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করার সময়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়ে ওয়াদা দিয়ে বলেছিলাম কাউন্সিলর নির্বাচিত হলেও না হলেও বিপদে আপদে সবার পাশে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ও দোয়া পেতে বিনামূল্যে সেবা দেওয়ার মাধ্যমে কাজ করে যাব। আল্লাহর রহমতে মা-বাবা, মুরুব্বি, শুভাকাঙ্খীদের দোয়ায়ে আমার দেওয়া সেই ওয়াদা রেখে সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি এলাকার বাসিন্দা ও সংবাদকর্মী হিসেবে একটা দায়িত্ব ত আছেই। বাকীটা আল্লাহ তাআলার মর্জি। সকলের পাশে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব ইনশাহআল্লাহ। সকলে আসবেন আমার সেবা নিবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। পারলে আমার সেবা পেয়ে সন্তুষ্ট হলে ধন্যবাদ না দিয়ে দোয়া করবেন। আপনার যেকোন প্রয়োজনে আমাকে জানান প্লীজ প্রধান অতিথি সমাজসেবক আব্দুল লতিফ সর্দার বলেন, সাংবাদিক মামুনের ডাকে সবখানে সাড়া দেওয়ার কারণ হল তার প্রত্যেক প্রোগ্রামে যেতে আমাদের ভাল লাগে। কারণ সে সবসময় জনসেবামূলক ও মহৎ কার্যক্রমে জড়িত থাকে। আমারও অনুরোধ আজকের উঠে আসা সমস্যা যাতে দ্রুত সময়ে সমাধান করা যায় সে চেষ্টা তুমি চালিয়ে যাও।