হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ : টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে বিশেষভাবে লুকায়িত ১১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। তবে অভিযান চলাকালে মাদক চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মোহাম্মদ কামরুজ্জামান জানান, টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকাস্থ একটি বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ রয়েছে মর্মে গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত বসতঘরের সামনে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে ছৈয়দ করিমসহ অজ্ঞাত ২/৩ জন মাদক কারবারী তার ঘরের পিছনের দরজা দিয়ে রাতের অন্ধকারের সুযোগে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে পলাতক মাদক কারবারীর বসতঘর ও ঘরের আশপাশ এলাকা তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থা হতে ৫টি প্লাস্টিকের বস্তায় ১১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত বাড়ীটি পলাতক মাদক কারবারী ছৈয়দ করিমের। তার বসতঘরে মাদকদ্রব্য মজুদের মাধ্যমে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। সে অজ্ঞাতনামা মাদক কারবারীদের যোগসাজসে পার্শ্ববর্তী দেশ হতে মাদকদ্রব্য বিদেশী মদ অবৈধভাবে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করতো এবং স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করতো। পলাতক মাদক কারবারীদের গ্রেফতারে র্যাবের অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ##