ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতি ও সাড়াদান নাট্য প্রদর্শনী সম্পন্ন

মোঃ আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ : উখিয়া-টেকনাফ এ দুই উপজেলার ৭ ইউনিয়ন নিয়ে ৬ দিন ব্যাপী ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতি ও সাড়াদান এবং ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির করনীয় বিষয়ে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় ৭টি ইউনিয়নে ৭টি প্রদর্শনী সম্পন্ন করা হয়। বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্ব কক্সবাজার জেলা সাগর উপকূলীয় একটি দূর্যোগ প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত। আলোচ্য জেলার ২টি ঝুকিপূর্ণ উপজেলা হলো উখিয়া ও টেকনাফ। উক্ত এলাকার সাধারণ মানুষজনকে “ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতি ও সাড়াদান” বিষয়ে সচেতন করতে দাতা সংস্থা ইউএনডিপি( UNDP) ও গন উন্নয়ন কেন্দ্র (GUK) এর সহযোগিতায় ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাক্সন (উৎস/UTSA)-এর পরিবেশনায় সচেতনতামূলক নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়।উখিয়া উপজেলার রত্নাপালং, জালিয়াপালং,রাজাপালং ও পালংখালী ইউনিয়নে গত ১১থেকে১৩ নভেম্বর-২৪ এবং টেকনাফ উপজেলার হ্নীলা,টেকনাফ সদর ও হোয়াইক্যং ইউনিয়নে ১৪ ও ১৬ নভেম্বর মোট ৭টি প্রদর্শনী সম্পন্ন করা হয়। প্রদর্শনী শেষে দর্শকের সাথে ইন্টারএকশন পর্ব সম্পন্ন করা হয়।এতে দর্শক নাটকের বিষয়বস্তু কতটুকু বুঝতে পারলো তার একটি প্রাথমিকভাবে মূল্যায়ন করা হয়।প্রদর্শনীগুলোতে চার হাজার নারী-পুরুষ ও শিশু উপস্থিত হয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নাটকটি উপভোগ করেন এবং পাশাপাশি নাটকের সচেতনতামূলক তথ্য উপাত্ত গ্রহণের মধ্য দিয়ে প্রদর্শনীগুলোতে ইউনিয়ন চেয়ারম্যান , সচীব, গন উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি ও ইউএনডিপি-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং প্রদর্শনীটি উপভোগ করেন।