উখিয়ায় ৩৫টি পাখি জব্দ করে অবমুক্ত

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প বাজারে অভিযান চালিয়ে নানা প্রজাতির ৩৫টি পাখি জব্দ করেছে বন বিভাগ। জব্দকৃত পাখির মধ্যে ২৮টি বক ও অন্যান্য ৭ প্রজাতির পাখি। পাখির মধ্যে রয়েছে ময়না, পানকৌড়ি, বক। এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়ার থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দান। একইদিন বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিন ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম মুক্ত আকাশে পাখিগুলো অবমুক্ত করেন। ##