হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ : টেকনাফের বাহারছড়া ও হোয়াইক্যং সকল অপহরণে নেতৃত্ব দানকারী ৭টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী পাহাড়ী ডাকাতের দলনেতা বদরুদ্দোজা প্রকাশ বদরুজকে গ্রেফতার করেছে। এসময় ২টি ওয়ান শুটার গান, ১টি বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ২টি কিরিচ, ১টি রাম দা ও ১টি চাইনিজ কোড়াল উদ্ধার করা হয়েছে। ধৃত বদরুজ প্রকাশ বদরুদ্দোজা প্রকাশ বদু (৩৯) বাহারছড়া ৩ নং ওয়ার্ড উত্তর শিলখালী গ্রামের মৃত মাওলানা সুলতান আহমদের পুত্র।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তাঁর নেতৃত্বে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দস্তগীর হোসেনের পরিচালনায় ১৭ নভেম্বর ভোররাতে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকা হতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি টিম তাকে গ্রেপ্তার করা হয়। বদরুদ্দোজা খুবই ধুর্ত প্রকৃতির একজন দূর্ধর্ষ ও বিপদজনক অপহরণকারী। দীর্ঘ দিন ধরে পাহাড়ে একটা ডাকাত চক্র তৈরী করে বাহারছড়া ও হোয়াইক্যং এ প্রতিনিয়ত বদরুজের নেতৃত্বে একটি অপহরণ চক্র মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করে যাচ্ছিল। গত কিছুদিন আগেও বদরুজের নেতৃত্বে বাহারছড়ায় ডা. জহির এবং হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক অপহরণ করে মুক্তিপণ নিয়ে ভিকটিম ছেড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আমরা দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতার করার চেষ্টা করা হলেও আসামী চালাক প্রকৃতির এবং ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে আমাদের বিলম্ব হয়। সর্বশেষ ১৭ নভেম্বর বদরুদ্দোজাকে বাহারছড়ার উত্তর শীলখালীর ঝাউবাগান থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে সে জানায়, অপহরণ কাজে ব্যবহার করার নিমিত্তে হোয়াইক্যং এর গফুর নামে এক লোক থেকে অস্ত্র এনে তা শীলখালীর পাহাড়ি বনে ডাকাত জলিলের বাড়ির সামনে লাকড়ীর স্তপের নিচে মজুদ করা আছে। অপহরণ করতে যাওয়ার সময় সেই লাকড়ীর স্তপের নিচ থেকে এসব অস্ত্র বদরুজ এবং ডাকাত জলিল বের করে নিয়ে অপহরণ চক্রের এক একজনকে এক এক অস্ত্র হাতে ধরিয়ে দেয়। আমরা সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডাকাত জলিলের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির লাকড়ীর স্তপের নিচ থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ২টি কিরিচ, ১টি রাম দা ও ১টি চাইনিজ কোড়াল উদ্ধার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত আসামীর বিরুদ্ধে বাহারছড়ার ইনচার্জ মো. দস্তগীর হোসেন অস্ত্র মামলার ১টি এজাহার দিয়েছেন। ধৃত আসামী বদরুজের বিরুদ্ধে এর আগেও ৭টি অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান আছে। ##